নড়াইলে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেছে। এতে প্রায় চারশ শিক্ষার্থী অংশ নেয়।
দুর্নীতি দমন কমিশনের তত্ত্বাবধানে ও লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে এ শপথ অনুষ্ঠানের আগে সততা সংঘের সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামীম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওহিদুজ্জামান, শিক্ষক ইকবাল হুসাইন, জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা এবং শিক্ষার্থী প্রত্যাশা রহমান।
শপথ শেষে দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আহাদ শেখকে সভাপতি এবং নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ মিরাজ হোসেনকে সাধারণ সম্পাদক করে বিদ্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট সততা সংঘ গঠিত হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।