সাতক্ষীরায় ঘরের ছাউনি নিয়ে সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঘরের ছাউনি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মোসলেম উদ্দিন সানা (৬০) নামে একজন নিহত হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছে। পুলিশের দাবি সানা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
কলারোয় উপজেলার দেয়াড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, নাজিমউদ্দিন সানা, ইদ্রিস আলী, মোস্তফা ও মঞ্জুয়ারা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল সালেহ মোঃ মাসুদ করিম জানান, জসিমউদ্দিনের সঙ্গে তার ছোট ভাই নাজিম উদ্দিনের ঘরের ছাউনি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে জসিম উদ্দিন রাতে তার চাচাতে ভাইসহ চারজনকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় পুলিশ জসিমউদ্দিনের পিতা মোসলেম উদ্দিনকে আটক করে। পুলিশ তাকে থানায় নেওয়ার পথে মোসলেমউদ্দিন মারা যায়। হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর গায়ে কোন আঘাতের চিহৃ নেই। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।