নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমান আদালতের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে পণ্ড হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বুধবার (৩০ মার্চ) বিকালে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের আফজাল শিকাদারের মেয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী রেহানা আক্তার (১৩)’র বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কর্মকর্তা (ভূমি) নাজনীন সুলতানা বিয়ে বাড়িতে হাজির হলে বর, বরযাত্রী ও আমন্ত্রিত অতিথিসহ সকলেই পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমান আদালত বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতা আফজাল শিকাদার (৪৩)কে আটক করে ৭ দিনের কারাদণ্ড ও মুচলেকা আদায় করেন।
পরে, আফজাল শিকদারকে লোহাগড়া উপজেলা ইউএনও’র কার্যালয়ে নিয়ে আসে। এ সময় ওই গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে ও সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে ঢাকায় কর্মরত হাসান বিশ্বাস ও ছত্তার মোল্যার ইতালী প্রবাসী ছেলে আজিজুল মোল্যা অভিযুক্ত কনের পিতা আফজাল শিকদারকে ছাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।