যশোরে আরও দু’জন প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের কল্যাণদাহ ও উপশহর ইউনিয়নের শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের কল্যাণদাহ ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম ও উপশহর ইউনিয়নের শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তৌহিদুল ইসলাম।
নির্বাচনী কাজে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কর্মকর্তাদের নির্দেশে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন।
তিনি আরও জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ কর্মকর্তাকে আটক করা হয়।
এরআগে, একজন প্রিজাইডিং অফিসার ও দু’জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করে পুলিশ।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।