যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ নিহত ৩
যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ২৮ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
বগুড়ার শেরপুরের মহিপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৮ মার্চ) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মো. ইরফান জানান, মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। হানিফ পরিবহনের চালকের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ সোমবার দুপুর দেড়টায় শেরপুরের মহিপুর নামক স্থানে পৌঁছলে বগুড়া থেকে সালমা এন্টারপ্রাইজ নামক যাত্রিবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফ এন্টারপ্রাইজের চালক নবী হোসেন ও অজ্ঞাত নামা মা (৩৫) ও ছেলে (৫) নিহত হয়।
আহত ১০ জনকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতলে ভর্তি করে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।