"কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও যথাযথ বিচারের আওতায় আনা হবে" প্রশাসনের এমন আশ্বাসে প্রায় সোয়া ২ ঘণ্টা পর ঢাক-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মহাসড়ক অবরোধ করে।
রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল কয়েক হাজার শিক্ষার্থী। শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে ও মিছিল করে সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুক্ষণ অবরোধ ছিল।
ঘটনাস্থলে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।
এ সময় পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, অবরোধ করে মানুষকে কষ্ট দিয়ে খুনিদের শনাক্ত করা যায় না। আমরা কোনো জজ মিয়া নাটক সাজাতে চাই না। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করতে চাই না। আমাদের তদন্ত কাজে কিছু সময় দিতে হবে। আশা করছি এক সপ্তাহের মধ্যে একটি ইতিবাচক ফলাফল বের করতে পারব।
এদিকে সকাল থেকে বিভিন্ন সংগঠন তনু হত্যাকারীদের বিচার দাবিতে নগরীর কান্দিরপাড়ে মানববন্ধন করেছে। এছাড়া নগরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ নগরীর পূবালী চত্বরে অবস্থান নিয়েছে। সেখানে প্রতিদিন বিভিন্ন সংগঠন বিক্ষোভ করত।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘটনার ৬ দিন পরও ঘাতকরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, তনু হত্যা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, তাই ঘাতকরা অবশ্যই ধরা পড়বে। শিক্ষার্থীদের এ বিষয়ে আশ্বাস্থ করার পর তারা অবরোধ তুলে নেয়ায় দুপুর পৌনে ২ টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।