নোয়াখালীতে খেলা নিয়ে সংঘর্ষ: নিহত ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে খেলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে রাজিব (২৩) নামে এক যুবক বন্দুকের গুলিতে নিহত হয়েছে। এঘটনায় আরো ২ যুবক গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ দুজন হলেন- ওয়াসিম জেলা ছাত্রদলের সদস্য ও ইয়াছিন ছাত্রদলের সাধারণ কর্মী।
সোমবার রাত ৮টায় নোয়াখালী সরকারি পুরাতন কলেজ ক্যাম্পাসের পাশে অনন্তপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাজিব নোয়াখালী পৌরসভার মাইজদী বাজারের হাজী বাড়ির মিলনের ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, রাতে নোয়াখালী পুরাতন কলেজের পাশের মাঠে খেলা নিয়ে রাজিবের সাথে সাজু, সুলতান ও সৌরভের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাজু ক্ষিপ্ত হয়ে রাজিবকে গুলি করে। এতে রাজিব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।