বিশ্ব পুতুলনাট্য দিবসে বর্ণাঢ্য আয়োজন

ঐতিহ্যবাহী ধারার পুতুলনাট্যকে টিকিয়ে রাখা এবং একে সমৃদ্ধ করে এই শিল্প আঙ্গিকের অমিত শক্তির সম্ভাবনার দিকসমূহকে নানাবিধ কাজে ব্যবহারে উজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২০০৭ থেকে চারটি পুতুলনাট্য উৎসব, দুটি আবাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০১৩ থেকে ২১ মার্চ বিশ্ব পুতুলনাট্য দিবস উদযাপন এবং প্রতি বছর একজন শিল্পীকে সম্মাননা প্রদান করছে শিল্পকলা একাডেমি। এ ছাড়া ২০১৩ সালে ইন্দোনেশিয়ার জার্কাতায় শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘বাংলাদেশের গল্প’ শীর্ষক পুতুলনাট্য World Puppet Carnival 2013 -তে অংশগ্রহণ করে অর্জন করেছে Best Traditional Musical Puppet Show Award এবং Nomination for Best Scene Design. 2014 তেও সাতক্ষীরার একটি নারী পুতুলনাট্য দলকে প্রেরণ করা হয়েছে ব্যংককে অনুষ্ঠিত World Puppet Carnival 2014 -এ।
আগামীকাল ২১ মার্চ বিশ্ব পুতুল নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিয়েছে।
ওই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে জলপুতুল পাপেট দলের পরিচালনা ও পরিবেশনায় সাধারণ, প্রতিবন্ধি ও সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের অংশ গ্রহণে কর্মশালা। সন্ধ্যা ৬.০০টায় জাতীয় নাট্যশালার মূল হলের সামনে জলপুতুল পাপেট দলের পরিবেশনায় উন্মুক্ত পাপেট প্রদর্শনী। সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিশ্ব পুতুল নাট্য দিবস আলোচনা ও সম্মাননা প্রদান।
আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ড. রশীদ হারুন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সৈয়দ জামিল আহমেদ।
২০১৬ পুতুল নাট্য সম্মাননা পাচ্ছেন, কুষ্টিয়ার শিল্পী আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে অভিজ্ঞতা বর্ণনা করবেন পুতুলনাট্য শিল্পী জরিনা বেগম, খেলু মিয়া এবং বলরাম রাজবংশী।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।