শিক্ষার গুণগত মান কমার অভিযোগ সত্য নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষার গুণগত মান কমার অভিযোগ সত্য নয়: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ১৮ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অনেকে অভিযোগ করেন শিক্ষার গুণগত মান কমছে। কিন্তু এই অভিযোগ সত্য নয়। তবে যেটুকু বাড়া উচিত ছিল, হয়তো ততটা বাড়েনি।
শুক্রবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে আন্তর্জাতিক মনোবিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গুণগত মান অর্জন করা বর্তমান সময়ের শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি ও সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব সাইকোলজিস্ট দুই দিনের এই মনোবিজ্ঞান সম্মেলনের আয়োজন করে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।