চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের আরজান আলীর মেয়ে অন্তরার (৮) পাখি ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার নানা হাজমত আলীর সঙ্গে তিন বোন আরজিনা, অন্তরা ও অঞ্জনা কুষ্টিয়ার হাসলা বামন গ্রামে মামাতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খেতে যায়। সেখান থেকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পাখি ভ্যানযোগে সুন্নতে খাৎনার অনুষ্ঠানের ডেকোরেটর সামগ্রী আনা হয়। ভ্যান থেকে ডেকোরেটর সামগ্রী নামানোর সময় মামাতো ভাই হালিমের ছেলে হাসিব (৪) ওই ভ্যানে উঠে চাবি অন করলে সামনে দাঁড়িয়ে থাকা ফুফাত বোন অন্তরাকে ভ্যানটি ধাক্কা দেয়। এতে সে মাটিতে আছড়ে পড়ে জ্ঞান হারায়।
এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।