টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৭তম ম্যাচে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে। ধর্মশালার এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই দলপতি কেন উইলিয়ামসন।
ইনিংসের অষ্টম ওভারে জেমস ফকনারের বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়ে আউট হওয়ার আগে গাপটিল ২৭ বলে দুটি চার আর চারটি ছক্কায় করেন ৩৯ রান। নবম ওভারে আরেক ওপেনার উইলিয়ামসনও বিদায় নেন। ২০ বলে চারটি চারের সাহায্যে উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ২৪ রান।
১১তম ওভারে ম্যাক্সওয়েল ফিরিয়ে দেন কোরি অ্যান্ডারসনকে। তিনি করেন ৬ বলে ৩ রান। ১৪তম ওভারে মিচেল মার্শ ফেরান ২৬ বলে ২৩ রান করা কলিন মুনরোকে। ১৭তম ওভারে শেন ওয়াটসন ফিরিয়ে দেন রস টেইলরকে। তৃতীয় বলে ছক্কা হাঁকালেও চতুর্থ বলে মিচেল মার্শের হাতে ধরা দেন অভিজ্ঞ টেইলর। ১১ বলে ১১ রান করে বিদায় নেন তিনি। ব্যক্তিগত ৬ রান করে ফকনারের বলে আউট হন লুক রঞ্চি।
গ্রান্ট ইলিয়ট ২০ বলে ২৭ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন। শেষ ওভারে রান আউট হন ১ রান করা স্যান্টনার।
এ ম্যাচের আগে ২০১০ সালে সবশেষ দুই দল টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। দুই দলের মুখোমুখি ৫ বারের দেখায় চারবারই জিতেছিল অজিরা। বাকি ম্যাচটি টাই হলে সুপার ওভারে জয় তুলে নেয় কিউইরা।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।