বরিশালের আগৈলঝাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ ও তাদের পক্ষে সমর্থন দেওয়ায় বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা শ্রমিকলীগের সভাপতি সোহেল ইমরোজ লিটন তালুকদার, রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আশরাফ আলী মীর ও সাংগঠনিক সম্পাদক শাহীন আলম টেনু।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে আয়োজিত বুধবার রাতে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে ও দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণসহ নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগৈলঝাড়া উপজেলার ওই ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।