গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বাদশা মিয়া (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১২ মার্চ) রাতে ওই নারী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা মিয়া তার স্ত্রীকে পাঁচ বছর আগে তালাক দেন। সংসার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে ওই নারী ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখান থেকে তিনি শুক্রবার গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকন্দপুরে আসেন। পরের দিন স্বামীর বাড়িতে রেখে আসা ছেলে সন্তান মাহিনুরকে (৮) দেখতে যান।
নির্যাতনের শিকার ওই নারী জানান, শনিবার সকাল ১১টার দিকে তার সন্তানকে দেখতে যাওয়ার সময় দেখা হয় তার তালাকপ্রাপ্ত স্বামী বাদশা মিয়ার সঙ্গে। এ সময় বাদশা জরুরী কথা আছে বলে তাকে ডেকে নিয়ে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া পার্কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই আকতার হোসেন জানান, এ ঘটনার পর তারা বিয়ে রেজিস্ট্রির উদ্দেশে ফুলপুকুরিয়া থেকে সিএনজিযোগে পৌর শহরের কাজী অফিসের দিকে রওনা দেন। মাঝপথে গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কের স্ট্যান্ডে সিএনজিটি থামলে বাদশা মিয়া গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় মেয়েটি চিৎকারে দিলে আশপাশের লোকজন ছুটে এসে বাদশাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।