‘ভবিষ্যতের ইতিহাস একদিন এ রায়ের বিচার করবে’ বলে উল্লেখ করেন খন্দকার মাহবুব হোসেন। তবে মীর কাসেম আলীর ফাঁসির রায় নিয়ে তিনি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার (৮ মার্চ) রায়ের পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে তিনি এই অভিমত ব্যাক্ত করেন।
এ সময় তিনি বলেন, মামলার শুনানিতে আমরা কি বলেছি, রাষ্ট্রপক্ষ কি বলেছে এবং উচ্চ আদালত কী বলেছে তা আপনারা দেখেছেন। আইনজীবী হিসেবে আমাকে সর্বোচ্চ
আদালতের রায় মেনে নিতে হবে।
আমি এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। তবে ইতিহাস এ রায়ের বিচার করবে। এখানে তার ছেলে আছেন। পরিবারের পক্ষ থেকে তারা লিখিত বক্তব্য দেবেন।
রিভিউ আবেদনের ব্যাপারে তিনি বলেন, রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরে কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে লিখিত প্রতিক্রিয়া জানানো হবে।’
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল নয়টায় সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ।
একাত্তরের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক হিসেবে পাকিস্তানী বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড বাহিনীর তৃতীয়
শীর্ষনেতা ছিলেন মীর কাসেম আলী। এছাড়া চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের এই মূল হোতার বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আটজনকে হত্যা-গণহত্যার দায়
প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে রায়ে জানানো হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।