বাংলাদেশের মানুষের দৃষ্টি আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিকে। অনেক প্রতীক্ষার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর কথা সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু খেলা শুরুর কিছুক্ষণ আগে শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় শুরু হয়েছে ঝড়।
স্টেডিয়াম এলাকায় বাতাসের বেগ এত বেশী যে মাঠকর্মীরা শত চেষ্টা করেও পিচ ঢেকে রাখতে পারছেন না। তাই এই অবস্থায় এশিয়া কাপের বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে শঙ্কায় পড়েছেন ক্রিকেট বিশ্লেষকরা।
দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, আজ বিকেলের পরে বৃষ্টি হতে পারে। বিশেষ করে যে সময় খেলা চলবে, সে সময়ও দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এখন যে মৌসুম চলছে সেখানে কিছুটা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হলেও তার পরিমাণ খুব বেশি হবে না।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।