সাতক্ষীরায় পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্তু গোষ্ঠীয় মঠের মঠাধ্যক্ষ যক্তেশ্বর ধাসাধিকারীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। তালার মাঝিয়াড়া সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও গৌরীয় মঠ, তালা মহাশশ্মানের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার বেলা ১১টায় তালা ডাকবাংলোর সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গৌরীয় মঠের তালার প্রধান হৃদয় সাধুর সভাপতিত্বে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা সদর চেয়ারম্যান নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের নেতা চিত্তরজ্ঞন ঘোষ, গৌরঙ্গ বিশ্বাস, নারায়ন চন্দ্র মজুমদার, সমিরন দাস, উদয় কৃষ্ণ দাস, অসিত সিংহ, লতিকান্ত চৌধুরী, সাংবাদিক জলিল আহমেদ প্রমূখ। শিক্ষক শ্যামল চৌধুরী লিটু অনুষ্ঠান পরিচালনায় হিন্দু সম্প্রদায় ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।