স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় নির্যাতনের শিকার হয়েছেন গৃহবধূ লক্ষ্মী রানী (৪৫)। বর্তমানে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
লক্ষ্মী রানী গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের গ্রাম পুলিশ রামলাল চন্দ্রের স্ত্রী।
এ ঘটনায় লক্ষ্মী রানী মঙ্গলবার (১ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে গ্রাম পুলিশ রামলাল চন্দ্র ও এক নারীসহ দুইজনকে আসামি করা হয়েছে।
থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক পরিতোষ অভিযোগের কথা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে লক্ষ্মী রানী বলেন, তার স্বামী রামলালের সাথে দীর্ঘদিন ধরে এক নারীর সম্পর্ক চলছিল। সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাতে পৌর বন্দরের কালি মন্দিরের পাশে তাদের হাতেনাতে ধরেন লক্ষ্মী রানী। এতে রামলাল ক্ষুব্ধ হয়ে তাকে বেধড়ক মারধর করেন।
লক্ষ্মী রানী আরো বলেন, তাৎক্ষণিক বিষয়টি থানার ওসিকে জানানো হয়েছে। পরে ওসির পরামর্শে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।