এশিয়া কাপের আসরে আজ মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষের এই ম্যাচটি নিয়ে কম বেশী সবার মধ্যেই বিরাজ করছে চরম উত্তেজনা। কেননা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দলও এই ম্যাচে জয় ছাড়া এর বিকল্প কিছু ভাবছে না।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া তাদের প্রতিক্রিয়াই বলে দিচ্ছে তারাও কতটুকু মুখিয়ে আছেন এই ম্যাচের জন্য।
মুশফিকুর রহিম সর্বপ্রথম সকলের কাছে দোয়া চেয়ে লিখেন, একটি জয়ই আমাদের এগিয়ে নিয়ে যাবে এশিয়া কাপের ফাইনালে। দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য।
সাব্বির লিখেছনে, আজকে খেলার দিন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আর সাকিব তার পেজে লিখেছেন, পাকিস্তানের বিপক্ষে খেলা বরাবরই একটু উত্তেজনাপূর্ণ হয়ে থাকে, তাই টাইগাররাও প্রতীক্ষায় থাকে ঝাঁপিয়ে পড়ার জন্য।
ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমী সকলের মধ্যেই সমান উত্তেজনা কাজ করছে এই ম্যাচ নিয়ে। আর এ উত্তেজনা প্রশমিত করতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচটি শেষ না হওয়া পর্যন্ত।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।