ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া আগামী ১৫ মার্চের মধ্যে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য থানায় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডিএমপি কমিশনার বলেছেন, ‘ঢাকা মহানগরীর বাড়িওয়ালারা ভাড়াটিয়ার তথ্য দিতে ব্যর্থ হলে ৪২ ধারা অনুযায়ী ওইসব বাড়িওয়ালার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বিট পুলিশকে সহযোগিতা না করলেও বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ দেশ ও সমাজের নিরাপত্তার স্বার্থে জনগণ আইন অনুযায়ী পুলিশকে সহযোগিতা করতে বাধ্য।’
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, হয়রানি নয়, নিরাপত্তার স্বার্থেই বাড়ির মালিক ও ভাড়াটিয়ার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একইসঙ্গে তিনি নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘তবে বাড়ির মালিক যদি এক্ষেত্রে আগেভাগেই পুলিশকে ভাড়াটিয়ার তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে বাড়ির মালিক অযথা হয়রানির শিকার হবেন না।’
এসময় নগরবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য বিট পুলিশিংয়ের প্রতি গুরুত্বরোপ করে তিনি বলেন, এতে পুলিশের প্রতি সাধারণ জনগণের আস্থা বাড়বে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ভাড়াটিয়া বাড়ি ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালায়, এক্ষেত্রে ওই সন্ত্রাসীকে আশ্রয়, পৃষ্টপোষকতা এবং সহযোগিতার জন্য বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।