বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয়ে দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সমিতির কার্যালয়ে ব্রডব্যান্ড সংযোগ ও ওয়াইফাই চালু করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি কালের কণ্ঠের চুয়াডাঙ্গা প্রতিনিধি মানিক আকবর ব্রডব্যান্ড সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ল্যাপটপের বাটন টিপে দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগের উদ্বোধন করেন। তার আগেই ওয়াইফাই চালু করা হয়। উদ্বোধনের পরপরই সকলেই তাদের ল্যাপটপ ও মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করেন।
বাংলাদেশের অতি জনপ্রিয় ইন্টারনেট সেবাদানকারি প্রতিষ্ঠান বিডিকম ডট কম এর চুয়াডাঙ্গার ডিস্টিবিউটর ‘আলটিমেট সোলুউশন’ বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটকে বিনামূল্যে আজীবনের জন্য এ সংযোগ প্রদান করেছে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলটিমেট সোলুউশন চুয়াডাঙ্গার পক্ষে বক্তৃতা করেন আলামিনুর রহমান জয়। এছাড়াও বক্তৃতা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহার আলী।
পুরো অনুষ্ঠান উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি মরিয়ম শেলী।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।