গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান কারাগারে

গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যানকে একটি হত্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি বাইরুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিঞ্জ আদালত তা নামঞ্জুর করে তাঁকে হাজতে পাঠিয়েছেন।
জানা গেছে, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি বাইরুল ইসলামের বিরুদ্ধে হত্যা ও বিষ্ফোরক আইনে (৩ ও ৪ ধারা) একটি মামলায় (জিআর/৩৯/১৫) প্রথমে জেলা ও দায়রা জজ এনামুল বারী’র আদালতে হাজিরা দিলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
পরে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (ঘ অঞ্চল আমলী) শহিদুল ইসলামের আদালতে হত্যামামলায় হাজিরা দিলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার গোলাম মর্ত্তুজা জানান, ২০১৫ সালে হরতাল অবরোধের সময় গোমস্তাপুরের নিমতলা কাঠাল এলাকায় চলন্ত ট্রাকে বিস্ফোরক এর সাহায্যে অগ্নিসংযোগ করে ট্রাকের হেলপারকে হত্যার ঘটনায় মামলাটি দায়ের হয়।
চাঁপাইনবাবগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মাহবুব আলম জানান, বাইরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় হত্যা ও বিষ্ফোরক ২টি ধারায় অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘদিন থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা থাকায় সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।