‘গণমাধ্যম নয়, বাংলা ভাষার বিকৃতির জন্য আমরাই দায়ী’
‘গণমাধ্যম নয়, বাংলা ভাষার বিকৃতির জন্য আমরাই দায়ী’
জাকির হোসেন পিংকু
প্রিন্টঅঅ-অ+
‘গণমাধ্যম নয়, বাংলা ভাষার বিকৃতির জন্য আমরাই দায়ী’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের এম.এন.খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
‘বিতর্ক শিখি, চলো অজানাকে জানি’- স্লোগানে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে নবাবগঞ্জ সরকারি কলেজ বিতর্ক সংঘ।
প্রতিযোগিতায় শহীদ জাব্বার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শহীদ রফিক দল। বিজয়ী দলের দলনেতা তাসরিন জাহান সেরা বিতার্কিক নির্বাচিত হন। বিচারকের দায়িত্ব পালন করেন কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মাযহারুল ইসলাম, সহকারী অধ্যাপক চন্দন আনোয়ার ও ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিতর্ক সংঘের আব্দুল ওয়াকীল। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত শিক্ষার্থীদের ‘আমরা বিকৃত ভাষায় কথা বলব না, বিকৃত ভাষায় লিখব না ও কারো নাম বিকৃত করে ডাকব না’-এই শপথ করান অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।