গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্রের ছেলে সুকুমার পুতুলের বাড়িতে অবস্থিত কালি মন্দিরের কয়েকটি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, অত্র এলাকার শতাধিক পরিবারের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন পূজা-অর্চনা করার জন্য কালি মন্দিরটি স্থাপন করেন। দীর্ঘ কয়েক যুগ থেকে ওই মন্দিরটিতে সংখ্যালঘু সম্প্রাদায়ের লোকজন পূজা-অর্চনা করে আসছিল। গত শনিবার গভীর রাতে একই গ্রামের মৃত মহেন্দ্র চন্দ্রের ছেলে নিখিল চন্দ্র নিঠু মদ্যপান করে মাতাল অবস্থায় কয়েকজন দুর্বৃত্তকে সাথে নিয়ে মন্দিরে প্রবেশ করে কালি, শিব ও শীথলিসহ কয়েকটি মূর্তি ভাংচুর করে।
এলাকাবাসী জানান, নিখিল চন্দ্র নিঠু কালি মায়ের কাছে দীর্ঘদিন থেকে পুত্র চেয়ে মানত করে আসছিল। তার মনের বাসনা পূরণ না হওয়ায় মদ্যপান অবস্থায় কালি মন্দিরের মূর্তি ভাংচুর করে।
থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে মূর্তি ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।