রাজধানীর দক্ষিণখান থানায় গলায় ফাঁস দিয়ে শামীমা আক্তার রোজি (২২) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। বুধবার সকালে দক্ষিণখানের ৪ নম্বর রোডের ৫০ নম্বর বাড়ি-ধানসিঁড়ি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।
নিহতের বড়বোন নিলুফা ইয়াসমিন জানান, রোজির স্বামী রুবেল দক্ষিণ বাড্ডায় একটি ভাড়া বাসা নিয়ে থাকেন। রোজি ৬ মাস ধরে তার বাসায় তার জমজ বাচ্চাদের দেখাশোনা করার জন্য অবস্থান করছিলেন। মঙ্গলবার রাত পর্যন্ত তিনি সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করেছেন। ভোরে ওঠে ফজরের নামাজ পড়ে ৬টার দিকে আবার তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টার দিকে তাকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে নিলুফা তার স্বামী রিপন মিয়াকে ডাকেন। রিপন মিয়া এসে ডাকাডাকি করেও যখন কোনো সাড়াশব্দ পাননি তখন ওই বাড়ির কর্তব্যরত দারোয়ান আলালের সহযোগিতায় দরজা ভেঙে রোজির রুমে ঢুকে দেখতে পান উড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। তারা দ্রুত লাশ নামান। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে যায়।
এদিকে নিহতের দুলাভাই রিপন মিয়া জানান, রোজিরা তিন বোন। তাদের প্রত্যেকেরই মানসিক সমস্যা আছে। পারিবারিকভাবে তারা এ রোগ বহন করছেন। মাঝেমাঝেই তারা অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। তার জানামতে কোনো ধরনের পারিবারিক কলহ ছিল না রোজি ও তার স্বামী রুবেলের মধ্যে। মঙ্গলবার রাত পর্যন্তও তিনি সব স্বাভাবিক দেখেছেন।
দক্ষিণ খান থানার এসআই আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠিয়েছি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখিনি। পোস্টমর্টেমের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।