পিরোজপুরের জিয়ানগর প্রেস ক্লাবের নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক যুগান্তরের জিয়ানগর প্রতিনিধি এইচ এম ফারুক হোসাইন সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের জিয়ানগর সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাব মিলনায়তনে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক এবং সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আজাদ হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন হোসেন, কোষাধ্যক্ষ সগীর হোসেন, দপ্তর সম্পাদক মারুফুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ কেফায়েতউল্লাহ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সমীরণ হালদার এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী জোমাদ্দার ও শাহিদুল ইসলাম শহিদ।
এর আগে সকালে প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রেস ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২টায় ভোট গ্রহন শুরু হয়ে ২টায় ভোট গ্রহন শেষ হয়। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক দুলাল এবং শিক্ষক নেতা গিয়াসউদ্দিন সেলিম প্রমুখ।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।