সাদা পোশাকে পুলিশ ডিউটি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিউটিতে পুলিশ সদস্যদের অবশ্যই পুলিশের পোশাক পরতে হবে। সাম্প্রতিক সময়ে কয়েকটি চাঁদাবাজির ঘটনায় পুলিশ সদস্যদের সম্পৃক্তার অভিযোগ ওঠায় এ বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার (১৮জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘খুব শিগগিরই পুলিশের দায়দায়িত্ব নিয়ে নির্দেশনা যাবে।’
ব্যাংকার ও সিটি করপোরেশনের কর্মকর্তাকে নির্যাতনের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিক তদন্তে নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ণ তদন্তের পর স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের কারাগারে বন্দি ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ মার্চেন্টকে ফিরিয়ে দেওয়া হবে। এর সঙ্গে ভারতে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিনের ফিরে আসার কোনো সম্পর্ক নেই।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দাউদ মার্চেন্টকে ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। কারণ, তার সাজার মেয়াদ শেষ হয়েছে।’ তবে কবে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তা সুনির্দিষ্ট করে জানাননি মন্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত ঘটনায় তদন্ত চলছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রমাণ হলে পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।