ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
শামীম ইসলাম
প্রিন্টঅঅ-অ+
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সাধারণ সভা, দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনসিটিএফ এর সভাপত্বি নেতৃত্বে বিগত বছরের বাৎসরিক বিভিন্ন কর্ম-পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা সভা হয়। আলোচনা সভায় জেলা সদরের ৪টি স্কুল থেকে আগত শিক্ষার্থী ও এনসিটিএফ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব উষানু চৌধুরীর উপস্থিতিতে ৪টি স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রার্থী নির্ধারণ ও নির্ধারিত প্রার্থীদের নামে সকাল ১১.৩০ মিনিটে ভোট কার্যক্রম শুরু হয়। ভোট প্রদানের সময় সকল শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উৎসাহে পরিপূর্ণ। বেলা ১২টায় ভোট গ্রহণ শেষ হয়। তার পরপরই ভোট গণণার কার্যক্রম শুরু হয়।
ফলাফল ঘোষণার পরপরই নব-নির্বাচিত কমিটিদের নিয়ে ফটোসেশন করা হয়। পুরাতন কমিটি সবাইকে ন্যশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ), খাগড়াছড়ি নতুন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ও পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।