হবিগঞ্জে সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় বৃদ্ধের আত্মহত্যা
হবিগঞ্জে সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় বৃদ্ধের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০১৫
প্রিন্টঅঅ-অ+
হবিগঞ্জের মাধবপুরে সিরাজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ সুদের টাকা না দিতে পেরে বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জমির আলীর ছেলে এবং শাহপুর রাবার বাগানের কর্মচারী ছিলেন।
পুলিশ জানায়, সিরাজ মিয়া জীবিকার তাগিদে স্থানীয় কয়েক জনের কাছ থেকে বছর খানেক আগে চড়া সুদে দেড় লক্ষাধিক টাকা নেন। সম্প্রতি সুদসহ টাকা ফেরত দিতে তার ওপর চাপ প্রয়োগ করে আসছিল পাওনাদাররা। টাকা দিতে না পেরে শনিবার ভোরে সবার অগোচরে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেন।
সকালে স্থানীয় লোকজন তার ঘরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মাধবপুর থানার এসআই আব্দুল আউয়াল লাশটি উদ্ধার করেন। পরে দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।