শনিবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিমাংশে মেঘনা নদীর ঝাগলার চর মোহনায় বরিশালগামী পণ্য বোঝাই একটি ট্রলার থেকে ১টি হরিণ ও ১ হাজার মিটার বিন্দিজালসহ ৮ পাচারকারীকে আটক করেছে হাতিয়ার কোস্টগার্ড সদস্যরা।
হাতিয়া কোস্টগার্ড ইস্টিশন কন্টিজেন্ট কমান্ডার আমিনুল হকের নেতৃত্বে প্রতিদিনের ন্যায় কোস্টগার্ড সদস্যরা নিজস্ব বোড দিয়ে নদীতে টহল দেওয়ার সময় মেঘনার ঝাগলার চর মোহনায় ১টি পণ্য বোঝাই ট্রলারকে নঙ্গর করা অবস্থায় দেখতে পায়। কোস্টগার্ড সদস্যদের সন্দেহ হলে তারা নিকটে গিয়ে ১টি হরিণ সহ ৮ পাচারকারীকে আটক করে হাতিয়ায় নিয়ে আসে।
আটককৃত পাচারকারী সকলের বাড়ি হাতিয়া উপজেলার রামচরণ এলাকায়। কোস্টগার্ড সদস্যরা হরিনটি বদনার চর বাগানে বন কর্মকর্তাদের উপস্থিতে অবমুক্ত করেন এবং জালগুলি পুড়িয়ে ফেলা হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।