ইতোমধ্যে বরযাত্রী এসে হাজির, চলছে খাবার অনুষ্ঠান। এমন সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ চলে আসে বিয়ে অনুষ্ঠানে। পুলিশসহ ম্যাজিষ্ট্রেট বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে নয়, এসেছেন বাল্যবিয়ে বন্ধ করতে।
বৃহস্পতিরার রাত ৯টায় ঘটনাটি ঘটে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে।
রাতে ডিমলা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী শিল্পি আক্তার (১৫) এর বাল্যবিয়ে হওয়ার সংবাদে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে বর, বরের পিতা ও কনের পিতাকে আটক করে নিয়ে যায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহাকারী (ভূমি) এর কার্যালয়ে।
টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামের বিসা ভুইয়ার পুত্র (বর) লেবু ইসলাম (২২), মৃত আশান ভুইয়ার পুত্র (বরের পিতা) বিসা ভুইয়া ও ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের কনের পিতা আযম আলী (৫০) কে বিচারের আওতায় আনা হয়। পৃথক ঘটনায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের হামিদুল ইসলাম কন্যা ডিমলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রুমা আক্তার (১৪) এর বিয়ের সংবাদে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কনের পিতাকে আটক করা যায়নি। রাতে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কর্মকর্তা (ভুমি) মিল্টন চন্দ্র রায় বরসহ ৩ জনকে ৩ দিনের কারাদণ্ড ও অপর ঘটনায় রুমার দাদা নমির উদ্দিনের ১ হাজার টাকা জরিমানা করেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।