রাজধানীর দক্ষিণখান এলাকার মাহমুদুল হাসান মিঠুন (১৯) নামে এক কলেজ ছাত্র ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণখানের মুক্তিযুদ্ধ স্মরণি এলাকার ২৫ নম্বর হাউজে এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী মিঠুনের চাচাতো ভাই নাজমুল জানান, মিঠুন স্থানীয় কলেজে ইন্টারমেডিয়েটে পড়তেন। তার বাবা পড়াশোনার জন্য শাসন করায় মিঠুন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।