শিশু রাজন হত্যার দ্রুত বিচারের দাবিতে এনসিটিএফর স্মারকলিপি
শিশু রাজন হত্যার দ্রুত বিচারের দাবিতে এনসিটিএফর স্মারকলিপি
শামীম ইসলাম, খাগড়াছড়ি
প্রিন্টঅঅ-অ+
সিলেটে শিশু রাজন হত্যাকাণ্ডে জড়িত সকল হত্যাকারীকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘এনসিটিএফ’ খাগড়াছড়ি জেলা শাখা।
আজ মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের নিকট ‘এনসিটিএফ’ এর খাগড়াছড়ি জেলা শাখার সদস্যবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি হস্তান্তরের সময় জেলা ‘এনসিটিএফ’ এর সাংগঠনিক সম্পাদক- শামীম ইসলাম, ভলেন্টিয়ার জয়ব্রত ত্রিপুরা, শিশু সাংবাদিক রাবেয়া সুলতানা, শিশু গবেষক- বিনয়সত্তসহ সাধারণ সদস্য হামিদুর বাশার উপস্থিত ছিলেন।
গত কয়েকদিন বাংলাদেশের সকল গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে সিলেট সদর উপজেলার কুমারগাঁও এর শিশু শেখ সামিউল আলম রাজনের (১৩) বর্বর হত্যাকাণ্ড। ইতোমধ্যে মামলার ৩ আসামি গ্রেপ্তার হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।