পাকিস্তানে চলমান সুপার এইট টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে লাহোর লায়ন্স। সেমিফাইনালে আহমেদ শেহজাদের অপরাজিত অর্ধশতকে ভর করে রাওয়ালপিন্ডি রামসকে চার উইকেটে হারিয়েছে লাহোর।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চিমা-ইকবালদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে আট উইকেটে ১০০ রান তোলে রাওয়ালপিন্ডি। সর্বোচ্চ ২২ রান করেন টপ অর্ডার ব্যাটসম্যান তায়াব রিয়াজ। লাহোরের হয়ে আয়াজ চিমা ও মুস্তফা ইকবাল দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হাফিজ-কামরান আকমলরা পাঁচ বল হাতে রেখেই ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ব্যক্তিগত ৫৮ রানে অপরাজিত থাকেন শেহজাদ। ওয়ান ডাউনে নামা নাসির জামসেদের ব্যাট থেকে আসে ২৬ রান। রাওয়ালপিন্ডির হয়ে দু’টি করে উইকেট নেন সামিউল্লাহ ও হাম্মাদ আজম। এছাড়াও বোলিং নিষেধাজ্ঞা থেকে ফেরা মোহাম্মদ আমির ১টি উইকেট লাভ করেন।
উল্লেখ্য, সোমবার ১৮ মে ফাইনাল ম্যাচে লাহোরের মুখোমুখি হবে শিয়ালকোট স্ট্যালিয়ন্স। ফয়সালাবাদে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।