গত বছর শুরু হয়েছিল আলভী আহমেদের ‘ইউটার্ন’ ছবির কাজ। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। সবকিছু ঠিক থাকলে জুন মাসের প্রথম দিকে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পরিচালক।
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ছোটপর্দার জনপ্রিয় পরিচালক আলভী আহমেদ। এর মাধ্যমেই বড়পর্দায় হাতেখড়ি হচ্ছে তাঁর।
ছবিটি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনান বলেন, ‘এটি আমার প্রযোজনায় প্রথম চলচ্চিত্র। আশা করি, সবার অনেক ভালো লাগবে। তা ছাড়া পরিচালক হিসেবে আলভী অনেক যত্ন নিয়ে কাজ করেছে। চলচ্চিত্রটি নিয়ে আমি অনেক আশাবাদী।’
অন্যদিকে ছবি প্রসঙ্গে পরিচালক আলভী আহমেদ বলেন, ‘এটি ভার্সেটাইল মিডিয়া ও আমার প্রথম ছবি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এমন একটি গল্প নিয়ে আমি কাজ করব। সম্পূর্ণ অ্যাকশনধর্মী ছবিটি দর্শকের ভালো লাগবে। এ ছাড়া ছবিতে শিপন ও সোনিয়া হোসেন অনেক ভালো অভিনয় করেছে। গল্পেও ভিন্নতা রয়েছে।’
ছবিতে দুটি আইটেম গানসহ মোট ছয়টি গান রয়েছে। এসব গানের সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ, অদিত ও রোকন ইমন। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ন্যান্সি ও তৌফিক। পাশাপাশি আইটেম গানের সঙ্গে প্রথমবারের মতো পারফর্ম করেছেন কণ্ঠশিল্পী কনা। এ ছবির একটি আইটেম গানে নেচেছেন মডেল রুমা।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।