মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লার ভেতর খনন করে কয়েকশ অক্ষত কলসের সন্ধান পাওয়া গেছে। কলসগুলো প্রায় চারশ বছরের পুরনো বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা।
নিদর্শনগুলো পাওয়ার খবরে শতশত উৎসুক মানুষ ভিড় করে সেখানে। কলসগুলো যেন নষ্ট না হয় সে জন্য খনন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা ১৬৬০ সালে এই ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করেন। ১৮৪৫ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মহকুমা প্রশাসকের বাসভবন হিসেবে ব্যবহার হতো এটি। ১৯০৯ সালে পুরাকীর্তি হিসেব ঘোষিত হয় কেল্লাটি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।