ঢাকার ধামরাইয়ে বিরাজ করছে অসহনীয় তাপদাহ, সঙ্গে ভাপসা গরম। এই গরমে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গৃহপালিত পশু-পাখি ছাড়াও বন্য প্রাণীদেরও প্রাণ চলমান তপ্ত আবহাওয়ায় ওষ্ঠাগত হয়ে উঠেছে।
অসহনীয় তাপদাহ এবং ভাপসা গরমে কর্মস্থলে যেতে না পারায় নিম্নবিত্ত পরিবারগুলোর সংসার চালাতে হিমশিম খাচ্ছে। ক্ষেত-খামারের পরিচর্যা করতে না পারায় বেকায়দায় পড়েছেন কৃষকরাও। ব্যবসায়ীরাও কঠিন সমস্যায় পড়েছেন হাটবাজারগুলো প্রায় জনশূন্য থাকায়। এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া অসহনীয় তাপদাহ ও ভাপসা গরমে উপজেলার সর্বত্র ডায়রিয়া, আমাশয় এবং নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে শিশুসহ শত শত মানুষ স্থানীয় সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক এবং ডাক্তারদের প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিয়েছেন।
প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস জানান, প্রচ- গরমে গায়ের ঘাম শরীরে বসে গিয়ে শিশুরা নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।