প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তামান্নার পর চলে গেলেন প্রশিক্ষকও
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তামান্নার পর চলে গেলেন প্রশিক্ষকও
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ১৩ মে, ২০১৫
প্রিন্টঅঅ-অ+
রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক প্রশিক্ষণার্থীর মৃত্যুর এক মাস পর তার প্রশিক্ষকেরও মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সাঈদ কামাল নামে এই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেলের মৃত্যু হয়।
অ্যাকাডেমির চিফ গ্রাউন্ড ইনস্ট্রাকটর আতিউর রহমান বুধবার গণমাধ্যমে বলেন, “গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গেছেন। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।”
সাঈদ কামালের বাসা রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায়।
গত ১ এপ্রিল রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে তার প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমানের (২২) মৃত্যু হয়; গুরুতর দগ্ধ হন প্রশিক্ষক সাইদ কামাল।
ফ্লাইং অ্যাকাডেমির প্রশিক্ষণে তত্ত্বীয় বিষয়গুলোর ক্লাস ঢাকায় হলেও বৈমানিকদের উড্ডয়ন ক্লাস নেওয়া হয় রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরে।
উড্ডয়নের পরপরই সেসনা ডি-১৫২ উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি রানওয়েতে আছড়ে পড়ে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।