আধুনিক জীববিজ্ঞানে সম্প্রতি আবিষ্কৃত একটি ‘জীবন রূপ’ খুবই বিবাদমূলক একটি রহস্যের সমাধানে সাহায্য করতে পারবে। খবর বিবিসি’র।
পৃথিবীতে এককভাবে গঠিন যে কোন প্রাণী বা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়। হয় প্রোক্যারাইওট, (prokaryotes) যেটার সাধারণ সেল আছে, অথবা ইউক্যারাইওট, (eukaryotes) যেটার বৃহৎ, আরো বেশি জটিল সেল আছে।
কিন্তু দুই সেলের ধরন খুবই সাংঘর্ষিক। কেননা একটি থেকে আরেকটি কীভাবে উন্নত করা যায় এর বোঝাপড়ায় জীববিজ্ঞানীরা প্রতারিত হন।
তথ্যের ঘাটতি পূরণে কিছু পন্থা অবলম্বন করতে ‘দ্য নিউ মাইক্রোবস’ নামে একটি প্রতিবেদন ন্যাচার জার্নালে প্রকাশিত হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।