বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে আগামি ১৫ ও ১৬ মে মানিকগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারুকলা বিষয়ক আর্ট ক্যাম্প। আগামি ১৫ মে সকালে মানিকগঞ্জের ভালকুঠিয়ায় দু’দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করবেন বিশিষ্ট পট শিল্পী রঘুনাথ চক্রবর্তী। উদীচীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ আয়োজিত এ ক্যাম্পে অতিথি হিসেবে অংশ নেবেন শিল্পী আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, শংকর সাওজাল, আলপ্ত গীন তুষার, কিরীটি রঞ্জন বিশ্বাস, হারুনুর রশিদসহ জাতীয় পর্যায়ের স্বনামধন্য শিল্পীরা। এই ক্যাম্পে সারাদেশ থেকে আগত উদীচীর চারু শিল্পীরা অংশ নিচ্ছেন।
চারুকলা বিষয়ক আর্ট ক্যাম্প প্রস্তুতি কমিটির আহবায়ক ও উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য কিরীটি রঞ্জন বিশ্বাস জানান, শিল্পচর্চাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই গ্রামীণ পরিবেশে এ ধরনের ক্যাম্প আয়োজন করছে উদীচী। আগামি ১৬ মে সন্ধ্যায় সমাপ্ত হবে উদীচীর চারুকলা বিষয়ক আর্ট ক্যাম্প। মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে উন্মুক্ত প্রদর্শনী করা হবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষের অনুষ্ঠানমালার অংশ হিসেবে উদীচী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ম্যাডোনা-৪৩’।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।