চট্টগ্রামে বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেলের কাছে একটি পণ্যবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে খারাপ আবহাওয়ার কবলে এই জাহাজডুবির ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
সন্দ্বীপ উপজেলার ভাসানচরের এলাকায় ৯০০ টন কয়লা বোঝাই ‘এমভি মাস্টার সোহাগ’নামে লাইটার জাহাজটি ডুবে যায়।আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
লাইটার জাহাজ পরিচালনাকারী বেসরকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বড় জাহাজ থেকে ৯০০ টন কয়লা নিয়ে ‘এমভি মাস্টার সোহাগ’ নামের লাইটার জাহাজটি খুলনার দিকে যাচ্ছিল। দুপুরে প্রচণ্ড ঢেউয়ে জাহাজটির তলা ফেটে ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন) মোহাম্মদ আক্কাছ আলী বলেন, আজ দুপুরে সন্দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ভাসানচরে দুই নম্বর বয়ার কাছে দুর্ঘটনা ঘটে। পূর্ণ জোয়ারের সুবিধা না নিয়ে জাহাজটি ওই এলাকা অতিক্রম করার সময় প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে জাহাজটির ডুবে যায়। তবে বেলা আড়াইটার দিকে অপর দুটি জাহাজে ডুবে যাওয়া জাহাজের মাস্টার ও শ্রমিকদের উদ্ধার করে। সবাই নিরাপদে আছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।