খাগড়াছড়ির দীঘিনালায় কমিউনিটি পুলিশিং সভা সম্পন্ন হয়েছে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানে শনিবার সকাল ১০টায় উপজেলার কবাখালী ইউনিয়ন কার্যালয়ে এই সভা হয়।
সভায় কবাখালী ইউপি চেয়ারম্যান বিশ্ব কল্যান চকমার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। এতে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, তদন্ত ওসি ইস্রাফিল ফিল মজুমদার, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
এ সময় এলাকার স্থানীয় পুলিশিং কমিটির সদস্য এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।