তিন মাসের মধ্যে মধ্যবর্তী নির্বাচনঃ বদরুদ্দোজা চৌধুরী
তিন মাসের মধ্যে মধ্যবর্তী নির্বাচনঃ বদরুদ্দোজা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০১৫
প্রিন্টঅঅ-অ+
মধ্যবর্তী নির্বাচনের দাবিতে তিন মাসের সময় বেঁধে দিলেন বিকল্পধারার সভাপতিপতি এ কিউ এম অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।
আজ শনিবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের এক প্রতীকী অনশনের সময় তিনি এই কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে বি. চৌধুরী বলেন, সরকারকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে তিন মাসের সময় বেঁধে দেন। দশম জাতীয় নির্বাচন দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। সরকারের উচিত ছিল তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দেওয়া। এখন সহিংসতা বন্ধে সরকারকে আগামি তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে।
সাবেক এই রাষ্ট্রপতি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার বন্ধের সমালোচনা করে বলেন, দেশে এখনো এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে ,একজন নেত্রীর কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে দিতে হবে।
প্রতীকী অনশন কর্মসূচি চলে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।