গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ইউনিয়ন জামায়াতের রোকন আহম্মদ আলীকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ধাপেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আহম্মদ আলী উপজেলার বকশিগঞ্জ একে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ধাপেরহাট ইউনিয়ন জামায়াতের রোকন। তিনি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।