ভালবাসা শুধু প্রেমিক জুগলের জন্য নয়, ‘সবার জন্য ভালবাসা’ শ্লোগান নিয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা ভালবাসা দিবসকে উদযাপন করেছে ব্যতিক্রমী ভাবে।
আজ শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ধানমন্ডি রবীন্দ্রসরোবর পথশিশুদেরকে নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দুই ঘণ্টা পথশিশুদেরকে নিয়ে ভালবাসার আনন্দ ভাগাভাগি করার জন্য খেলাধুলা এবং নাচ গান করেনে। পরে ২০০ পথশিশুকে দুপুরের খাবার খাওয়ানো হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।