লক্ষ্মীপুরের কমলনগরের করইতলা বাজারে জ্বালানী তেলের দোকান মেসার্স আর কে ট্রেডার্সে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় আবদুর রহিম লিটন (৩২) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে টাকা লুটে নেয় সন্ত্রাসীরা।
শুক্রবার রাতে এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আমজাদ হোসেন সুমনকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সুমন উপজেলার দক্ষিণ চর মার্টিন গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
ক্ষতিগ্রস্থ আহত ব্যবসায়ী আবদুর রহিম লিটন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে স্থানীয় সন্ত্রাসী আমজাদ হোসেন সুমন তার লোকজন নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা ব্যবসায়ী লিটনকে পিটিয়ে আহত করে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং দোকানের ক্যাশে থাকা ২ লাখ ৮০ হাজার টাকা লুটে নেয়। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আহত লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলনগর থানার উপ-পরিদর্শক (এসএই) দ্বীপক চন্দ্র দে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার আভিযোগ দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।