বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানে হেরেছে শ্রীলঙ্কা। দল হারলেও অনন্য এক রেকর্ড করেছেন লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে ছাড়িয়ে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন সাঙ্গাকারা। এই লঙ্কান ব্যাটসম্যানের ওপরে আছেন শুধু কিংবদন্তি শচীন টেন্ডুলকার। পন্টিংকে ছাড়িয়ে যেতে সাঙ্গাকারার প্রয়োজন ছিল ১২ রান। শনিবার ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার ইনিংসের ১৬তম ওভারে কিউই পেসার অ্যাডাম মিলনের বলে সিঙ্গেল নিয়ে পন্টিংকে ছাড়িয়ে যান সাঙ্গাকারা।
কিউইদের বিপক্ষে এদিন ৩৯ রান করেন সাঙ্গাকারা। ৩৯৮টি ওয়ানডেতে ১৩ হাজার ৭৩২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। ৩৭৫টি ওয়ানডেতে ১৩ হাজার ৭০৪ রান করা পন্টিং তৃতীয় স্থানে নেমে গেছেন। আর ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করে ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটি নিজের দখলে রেখেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।