চুয়াডাঙ্গা জেলা এলাকায় প্রকৃতির সবুজ পাতা ডেকে দিয়ে শোভা পাচ্ছে আমের মুকুল। জেলার সর্বত্র গাছে গাছে আমের মুকুল শোভা পাচ্ছে। তবে আমের মুকুলে মৌমাছিদের আনা গোনা খুবই কম লক্ষ করা যাচ্ছ।
এলাকায় বন জঙ্গল কমে যাওয়া ও বড় বড় গাছ না থাকায় মৌ-মাছিদের অভয় অরণ্য কমে গেছে। এ ছাড়া আমের মুকুলে বিষ প্রয়োগ এবং মৌওয়ালীরা প্রতিনিয়ত মধু ভাঙ্গার করণে মৌ-মাছিদের বসবাসের পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে মৌ-মাছির বিচারণ অনেকাংশে কুমে গেছে।
গ্রাম্য ভাষায় কথা আছে, পৌষ মাসে আমের ডালে কুশি, মাঘ মাসে বৌল, ফাল্গুনে গুটি এবং চৈত্র ও বৈশাখে আটি চাটি। মানে আম পেকে যায়। তার আজ সুত্র পাত গাছে গাছে আমের মুকুলের সমারাহ। এ বছর প্রকৃতিতে গাছে গাছে ব্যাপক হারে আমের গাছে বৌল দেখা যাচ্ছে। আমবাগান কৃষকরা আমের মুকুলের যত্ন নিতে শুরু করেছে। প্রকৃতিতে শোভা পাচ্ছে আমের মুকুল।
বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ফল আম আর এই আমে যখন বিষ প্রয়োগ করে পাকানো হয়। তখন মানুষ এই অমানবিক কাজ দেখে সবাই অবাক হয়। দীর্ঘ ১ বছর অপেক্ষা করা হয় এ প্রিয় ফল আমের জন্য। আর তাতে যখন বিষ মেশানো হয় তখন এ প্রিয় ফল খাওয়া থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।