শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন মমতা ব্যানার্জি
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন মমতা ব্যানার্জি
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ২০১৫
প্রিন্টঅঅ-অ+
১৯ ফেব্রুয়ারি- তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার ঢাকা পৌঁছনোর কথা সন্ধ্যায়। ২০ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য কিছু সরকারি নেতার সঙ্গে বৈঠক করবেন তিনি। সে দিনই রাত বারোটার সময় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের স্মরণ করবেন মমতা। পর দিন ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের বিকেলেই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।
তবে মমতা যতক্ষণ না ঢাকায় পৌঁছাচ্ছেন ততক্ষণ তার সফর নিয়ে কেউ নিশ্চিত হতে পারছেন না। কারণ, এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে ঢাকা আসার কথা ছিল মমতার। হোটেল বুকিং থেকে শুরু করে সব প্রোটোকল সম্পূর্ণ করা হলেও ৫ সেপ্টেম্বর বিকালে মমতা কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে ঘোষণা করেন, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে তার বিরোধিতা রয়েছে এবং ঢাকা যাচ্ছেন না।
এবারও ঢাকার ধারাবাহিক পেট্রলবোমা হামলা এবং অশান্তির খবর কলকাতায় বসে পাচ্ছেন তিনি। এছাড়াও নিজের দল তৃণমূল কংগ্রেসও সারদা মামলা ও ভাঙনের জেরে যথেষ্ট চাপে। তাই মমতা যে ঢাকা যাবেনই তা তার অতি ঘনিষ্ঠরাও জোর দিয়ে শতভাগ নিশ্চিত বলে জানাতে পারছেন না।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও অশান্তি নিয়ে উদ্বেগে রয়েছে ভারত। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রনালয় মনে করে, এর চেয়ে খারাপ পরিস্থিতি সফল ভাবে সামলে এসেছে শেখ হাসিনার সরকার। এ বারও তারা পরিস্থিতি মোকাবিলায় সফল হবে। কিন্তু এই অশান্তির প্রেক্ষাপটেই ঢাকা সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাই পরিস্থিতি পর্যালোচনার একটা দায় কেন্দ্রের থেকেই যায়। সম্প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী।
ইতোমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা একটি দল ঢাকা ঘুরে পরিস্থিতি দেখে এসেছেন। অনুষ্ঠানসূচি নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ থেকে আগত প্রতিনিধিদের নিরাপত্তার দিকটি নিশ্ছিদ্র করতে সব রকম ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকারও। ভাষা দিবসের দিন ঢাকায় হাজির থাকবেন বিভিন্ন বিদেশি অতিথিরা। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।