বগুড়ায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় জামায়াত-শিবিরের কর্মীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় জামায়াতের একজন ও ছাত্রশিবিরের একজনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।