গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক এজিএস আব্দুল হামিদ প্রধান হিরুকে (৩৪) হত্যা মামলায় গোলজার হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ
শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার কাটামোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলজার হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বড়শাহ গ্রামের আমির হোসেনের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার গোলজার হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে ছাত্রী লীগ নেতা হিরুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সাপমারা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হিরু মিয়ার স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে ওই দিনই গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।